শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ৪ মে দক্ষিণ দিনাজপুর :-৫টাকায় মিলবে দুপুরে ডিম ভাত,তাঁর জন্য মা ক্যান্টিং চালু হচ্ছে গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে।সেই মা ক্যান্টিং চালু করার বিষয়ে যাবতিয় খোঁজ খবর নিতে এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতাল কালদিঘীতে খোঁজ খবর নিতে ছুটে গেলেন পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলারেরা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বেশ কিছু দাবি রাখা হয় পৌরসভার কাছে। চেয়ারম্যান সেগুলিকে করে দেবার আশ্বাসদেন। আশ্বাস দেন হাসপাতাল চত্বরে পানীয় জলের সমস্যা সমাধান করার। পুকুর সংস্কার করা, সেই সঙ্গে মর্গে চালু করার বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বাসদেন চেয়ারম্যান। সাধুবাদ জানিয়েছেন সকলেই।
রাজ্যে সরকারের নগর উন্নয়ন দপ্তর ইতিমধ্যেই গঙ্গারামপুর নতুন বাসষ্ট্যান্ডে বাসিন্দাদের সুবিধায় ৫টাকা দিয়ে দুপুরে ডিমভাত খাবারের জন্য মা ক্যান্টিং চালু করেছিলেন। যা গঙ্গারামপুর পৌরসভার তরফে বাসষ্ট্যান্ডের মা ক্যান্টিংটি চালছে।গঙ্গারামপুর পৌরসভা সুত্রে যানা গিয়েছে,গত ৩১.০৩.২০২৩ তারিখে গঙ্গারামপুর পৌরসভার তরফে জেলা শাসকের মাধ্যমে রাজ্যে
গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে গঙ্গারামপুর মহকুমার ৪টি ব্লকের পাশাপাশি বালুরঘাট ব্লকের তপন ও কুমারগঞ্জ ব্লকের হাজার হাজার রোগী প্রয়োজনে স্বাস্থ্য পরিষেবা নিয়ে থাকেন। সেই সঙ্গে তাঁদের সঙ্গে আসা রোগীর আত্মীয় পরিজনেরা হাসপাতালে আসেন।সরকারের তরফে রোগীদের বিনামুল্যে খাবার পরিবেশন করা হলেও এতদিন ধরে চড়া দাম দিয়ে হাসপাতালের পাশপাশ থেকে মোটা অঙ্কের টাকা গুনতে হত তাঁদের দুপুরে খাবার পেতে। সেই সমস্যা দুর করার জন্য গঙ্গারামপুর পৌরসভার তরফে রাজ্যে চিঠি পাঠানোর পরে গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে রাজ্যে নগর উন্নয়ন সংস্থা গত ২৫/04/2023 তারিখে গঙ্গারামপুর পৌরসভাকে গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিং করার জন্য নির্দেশ দেন৷
বৃহস্পতিবার বিকেলে ৫টাকায় মিলবে দুপুরে ডিম ভাত তাঁর জন্য মা ক্যান্টিং চালু করার বিষয়ে যাবতিয় খোঁজ খবর নিতে এদিন বিকেলেগঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে খোঁজ খবর নিতে ছুটে যান গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, কাউন্সিলার মন্টু সুত্রধর, বিশ্বজিৎ মুমু,পৌরসভার বড়বাবু শ্যামল দাস থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন বিভাগের প্রশাসনের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে।
গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে গঙ্গারামপুর মহকুমার ৪টি ব্লকের পাশাপাশি বালুরঘাট ব্লকের তপন ও কুমারগঞ্জ ব্লকের হাজার হাজার রোগী প্রয়োজনে স্বাস্থ্য পরিষেবা নিয়ে থাকেন। সেই সঙ্গে তাঁদের সঙ্গে আসা রোগীর আত্মীয় পরিজনেরা হাসপাতালে আসেন।সরকারের তরফে রোগীদের বিনামুল্যে খাবার পরিবেশন করা হলেও এতদিন ধরে চড়া দাম দিয়ে হাসপাতালের পাশপাশ থেকে মোটা অঙ্কের টাকা গুনতে হত তাঁদের দুপুরে খাবার পেতে। সেই সমস্যা দুর করার জন্য গঙ্গারামপুর পৌরসভার তরফে রাজ্যে চিঠি পাঠানোর পরে গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে রাজ্যে নগর উন্নয়ন সংস্থা গত ২৫/04/2023 তারিখে গঙ্গারামপুর পৌরসভাকে গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিং করার জন্য নির্দেশ দেন৷
বৃহস্পতিবার বিকেলে ৫টাকায় মিলবে দুপুরে ডিম ভাত তাঁর জন্য মা ক্যান্টিং চালু করার বিষয়ে যাবতিয় খোঁজ খবর নিতে এদিন বিকেলেগঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে খোঁজ খবর নিতে ছুটে যান গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, কাউন্সিলার মন্টু সুত্রধর, বিশ্বজিৎ মুমু,পৌরসভার বড়বাবু শ্যামল দাস থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন বিভাগের আধিকারিকেরা। আধিকারিকেরা। সেখানে হাজির ছিলেন গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার বাবুসোনা সাহা, অতিরুক্ত সুপার নয়ন দাস, চিকিৎসক উজ্জ্বল সরকার সহ বহু চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন।
সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার নয়ন দাস চেয়ারম্যানের কাছে পানীয়জলের সমস্যা দুর করা, হাসপাতালের সৌন্দর্যায়ন করা, পুকুর সংস্কার মর্গ চালু করা সহ একাধিক দাবি রাখেন।সেই সঙ্গে মা ক্যান্টিং চালু হবার বিষয়ে পৌরসভাকে সাধুবাদ জানান।
গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন রাজ্যে নগর উন্নয়ন দপ্তর সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিং চালু করার নির্দেশ দিয়েছেন।সেই বিষয়ে খোজ খবর নিতে আসা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ড্রেন তৈরি করা সহ বেশ কিছু দাবি রেখেছে।চালু করার কথা বলেছে মর্গটিও,সেগুলো দেখা হচ্ছে।
গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিং চালু করার বিষয়ে খুশি হয়ে সরকারের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।