শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ২৬ মে দক্ষিণ দিনাজপুর : সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে প্রতিবন্ধী সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হল। বুধবার প্রতিবন্ধী সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয় দক্ষিণ দিনকাপুর জেলার গঙ্গারামপুর শহরের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।সেখানে
শংসাপত্র পাওয়া, কিংবা সহায়তা ষন্ত্র পেতে বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অনেক সময় সমস্যায় পড়তে হয়। আবার অনেক অনেকে বুঝতে পারেন না কোথায় গেলে শংসাপত্র পাওয়া যেতে পারে। তাদের কথা চিন্তা করে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার জেলার প্রতিটি ব্লকে প্রতিবন্ধী সহায়তা ক্যাম্প শুরু করেছেন। সেই মত এদিন গঙ্গারামপুরে প্রতিবন্ধী সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হল।
বুধবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরি,বিজেপির জেলা সম্পাদক অশোক বর্ধন,গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ আরো অনেকে।
গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন,আমাদের সাংসদ সব সময় সকলের জন্য কাজ কাজ করে যাচ্ছে। সেই কারণে এখানেও উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা বিজেপির সভাপতি সরুপ চৌধুরী জানিয়েছে, মানুষের পাশে আমাদের সংসদ তথা রাজ্য নেতা রয়েছে। তাই এমন শিবের আয়োজন করা হচ্ছে।মানুষজনের পাশে থেকে সব সময় কাজ করে যাব।
বিজেপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।