তপন,৭ নভেম্বর : জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যগে তপন ব্লক (তপন বিধানসভা ) তৃণমূল কংগ্রেস কমিটির বিজয়া সম্মেলনি অনুষ্ঠিত হল।পাশাপাশি স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তপন স্কুল মোড়ে। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এদিনের বিজয়া সম্মেলনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার,রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস, তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের রাজ্য সভাপতি দেবু টুডু,জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,তৃণমূল নেতা শংকর মন্ডল,অজয় বর্মন,জেলা তৃণমূল শ্রমিক সভাপতি নামিজুর রহমান,জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্নেহলতা হেমরম,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (তপন বিধানসভা ) সুব্রত রঞ্জন ধর প্রমুখ। এদিন তপনের বিভিন্ন এলাকার প্রবীন তৃণমূল কংগ্রেস কর্মীদের পুস্পত্ববক,ও উতরীয় পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় ও বাহিরাগত শিল্পীদের নাচ,গানে জমজমাট হয়ে ওঠে বিজয়া সম্মেলনি।
এদিনের বিজয়া সম্মেলনি মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও বাংলার বিজেপি নেতাদের তীব্র ভাষায় কটাক্ষ করা হয়।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যগে তপন ব্লক (তপন বিধানসভা ) তৃণমূল কংগ্রেস...