বুনো হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের

0
376

জলপাইগুড়ি:-

কালীপূজোর রাতে মর্মান্তিক ঘটনা। বুনো হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত আরও একজন। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের খেরকাটা বস্তির ঘটনা। এই ঘটনায় ঐ এলাকায় শোকের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে। মৃতের নাম সন্দেশ উরাও। বয়স ৩৫ বছর। বাড়ি খেরকাটা চা বাগানের গেন্দ্রা লাইনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সন্দেশ উরাও, বালকরাম উরাও সহ বেশ কয়েকজন মিলে কালিপুজো দেখতে বেরিয়েছিলেন। সেই সময় তারা খবর পান, এলাকারই এক বাসিন্দা বেঞ্জামিন মুন্ডার ধান জমিতে হানা দিয়েছে একটি বুনো হাতি। খবর পেয়ে তারা সেই হাতিকে তাড়াতে যান। কিন্তু তাড়াতে গিয়ে হাতিটি উল্টে তাদের দিকেই তেড়ে আসে। হাতিটি সন্দেশ এবং বালকরামকে আক্রমণ করে। তাদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। সন্দেশ উরাওকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ১১:৩০টা নাগাদ মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন গভীর রাতে সন্দেশ উরাও এর মৃত্যু হয়। আহত বালক রাম চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে সেখানে যায় বন দফতরের কর্মীরা।
এদিকে এই ঘটনায় স্থানীয় আংরাভাষা ১নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ববি তেলি সাহুর বক্তব্য, বন দফতরের আরও ভালো করে ডিউটি করা উচিত। পাশাপাশি তিনি জানিয়েছেন, খেরকাটা এলাকাটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা হওয়ায় যানবাহন চলাচলের সমস্যা রয়েছে। আহত সন্দেশ ওরাওকে গাড়ি দেরিতে আসার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরী হয়, তারা চিকিৎসা শুরু হতেও দেরী হয়, সেই কারণে যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। অন্য আহতকে সোমবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here