১৪৮ তম জন্মদিন উপলক্ষে বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করা হলো বুনিয়াদপুরে।
বিরসা মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার অবিচারের ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন। বুধবার বিরসা মুন্ডার ১৪৮ তম জন্মদিন। এই দিনটিকে অধিবাসীদের নিত্য নাচে ও ঢোল বাজিয়ে বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করা হলো বুনিয়াদ পুর পৌরসভার পক্ষ থেকে। এদিন বুনিয়াদপুর শহরে ১৩ নম্বর ওয়ার্ড করখা বাজারে এই মূর্তি স্থাপন করা হয়। এদিন এই মূর্তিতে মাল্লো দান করেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন। এদিন এখানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন সহ বুনিয়াদপুর শহরে প্রাক্তন চেয়ারম্যান সহ অন্যান্যরা। বিশাল কংক্রিটের বেদিতে ফাইবার ও স্টোন ডাস্ট এর তৈরি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়।
এই বিষয়ে বুনিয়াদপুর শহরের চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন জানিয়েছে আজকে বিরসা মুন্ডার জন্মদিন। আর এই জন্মদিনের দিনে আমরা বুনিয়াদপুর শহরের পক্ষ থেকে ১৩ নম্বর ওয়ার্ড কড়খা এলাকায় বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করা হলো। বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করায় খুশি এলাকার বাসিন্দারা।