ডালিতে পুজোর সমস্ত ফল ও প্রসাদ সাজিয়ে সূর্য দেবতাকে নিবেদন করেন ছট ব্রতীরা। বাঁশের ঝুড়ি বানাতেই ব্যস্ত শিল্পীরা।ছট পুজো উপলক্ষে বাঁশের ডালি বানাতে ব্যস্ত এই গ্রামের মহিলারা। ছট পুজোতে ব্যবহৃত অন্যতম সামগ্রী হল বাঁশের ডালি। ডালিতে পুজোর সমস্ত ফল ও প্রসাদ সাজিয়ে সেটা সূর্য দেবতাকে নিবেদন করেন ছট ব্রতীরা। তাই ছট পুজোতে বাঁশের ডালির চাহিদা বেড়ে যায়। রবিবার ছট পুজো সেই উপলক্ষে ডালি বানাতে ব্যস্ত মালগাঁওয়ের প্রতিটি ঘরের মহিলারা।মহিলা শিল্পী সুমিত্রা রায় জানান বাঁশ কিনে এনে সেটা কেটে ডিজাইন করে এই ডালি গুলো তৈরি হয়। এক একটি বাঁশের দাম ২০০ টাকা আর সেই বাঁশ দিয়ে ৩/৪ টি বাঁশের ডালি বানানো যায়। এই ডালি গুলো বিক্রি হয় ১০০/১২০ টাকা দামে। এই ডালি বানিয়ে সেটা বিক্রি করেই সংসার চলে কালিয়াগঞ্জের মালগাওয়ের বিশাখা, সুমিত্রা সহ বহু মহিলাদের।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বাঁশের ঝুড়ি বানাতেই ব্যস্ত শিল্পীরা।ছট পুজো উপলক্ষে বাঁশের ডালি বানাতে ব্যস্ত গ্রামের...