সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতার প্রচার করে দক্ষিণ দিনাজপুরে পুরস্কার পেলেন তিনটি পুজো মন্ডপ। ট্রফি ও পচিশ হাজার টাকার চেক তুলে দিলেন পুলিশ সুপার।

0
435

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ নভেম্বর ———— রাজ্যের জনমুখী প্রকল্পকে পুজো মন্ডপে ফুটিয়ে তুলে পুরস্কৃত হলেন দক্ষিণ দিনাজপুরের তিন পুজো মন্ডপ। শুক্রবার বালুরঘাটের পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনটি ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে। সেফ ড্রাইভ সেভ লাইফের লোগো সন্মিলিত ট্রফি সহ ২৫ টাকার চেকও তুলে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। যেখানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ডিএসপি সোমনাথ ঝা সহ অনান্য পুলিশ আধিকারিকরা। মূলত সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতা মুলক প্রচার যে সমস্ত পুজো মন্ডপে বাড়তি গুরুত্ব পেয়েছে এমন তিনটি পুজো মন্ডপকেই চিহ্নিত করে পুরস্কার তুলে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। যাদের মধ্যে বালুরঘাটের চকভৃগুর প্রগতি সংঘ, গঙ্গারামপুর এর ফুটবল ক্লাব, এবং বুনিয়াদপুরের স্টেশন রোডের পুজো মন্ডপ। যাদের হাতেই এদিন ট্রফি ও ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here