ছট ঘাটে বুনো হাতির আনাগোনা বাড়াচ্ছে চিন্তা

0
392

আলিপুরদুয়ার। ছট ঘাটে বুনো হাতির আনাগোনা বাড়াচ্ছে চিন্তা। আগামীকাল থেকে শুরু ছট পুজো । হিন্দিভাষী মানুষদের বড় উৎসব ছট পুজো বর্তমানে সমস্ত সম্প্রদায়ের মানুষরা সামিল এই ছট পুজোতে । কালচিনি ব্লকের জঙ্গল সংলগ্ন ছট ঘাট গুলোতে বুনো হাতির আনাগোনা নিয়ে চিন্তিত বনকর্তারা ও ছট পুজো কমিটির সদস্যরা । আলিপুরদুয়ার জেলার মধ‍্যে অনতম বড় ছট ঘাট কালচিনি বাসরা ছট ঘাট আর এই ছট ঘাট বক্সা জঙ্গল সংলগ্ন। ইতিমধ্যে ছট পুজো প্রস্তুতি চলাকালীন বাসরা ছট ঘাটে হয়েছে বুনো হাতির হানা। এছাড়া প্রায়শঃই এলাকায় হাতির হানা হচ্ছে এতে কপালে চিন্তার ভাঁজ ছট পুজো কমিটির সদস্যদের । কেননা এই বাসরা ছট ঘাটে প্রায় দশ হাজারের বেশি দর্শনার্থীদের সমাগম হয় । আর রাত দুটো থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করে ছট ঘাটে।
ইতিমধ্যে বনদফতরের আধিকারিকেরা ছট পুজো কমিটির সাথে বৈঠক করেছে দশ জনের স্বেচ্ছাসেবক দল তৈরি হয়েছে এছাড়া ছট ঘাটে থাকে বনকর্মীরা ও মোবাইল টিম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here