রেশন দুর্নীতি নিয়ে বিস্ফোরক সিপিএম রাজ্য সম্পাদক মহ: সেলিম। তার মন্তব্য বারো আনা পিসি-ভাইপো খেয়েছে, চার আনা জ্যোতিপ্রিয়”

0
283

জলপাইগুড়ি:-

রেশন দুর্নীতি নিয়ে বিস্ফোরক সিপিএম রাজ্য সম্পাদক মহ: সেলিম। তার মন্তব্য বারো আনা পিসি-ভাইপো খেয়েছে, চার আনা জ্যোতিপ্রিয়”।
দুদিনের দলীয় কর্মসূচীতে যোগ দিতে সোমবার জলপাইগুড়ি আসেন সিপিএম রাজ্য সম্পাদক মহ: সেলিম। জলপাইগুড়ির পাণ্ডাপাড়া সংলগ্ন একটি মাঠে কর্মীসভা করেন এদিন বিকেলে। লোকসভা নির্বাচন আসন্ন৷ তাকে লক্ষ্য রেখেই সেলিম কর্মীসভা থেকে রাজ্যে পরিবর্তন নয়, “উত্তরোণ”র ডাক দেন। মোদী-মমতার বোঝাপড়া নিয়ে কটাক্ষ করে কংগ্রেস, আইএসএফ এর মত দলগুলিকে এক সাথে লড়াই করার বার্তা দেন সেলিম। ক্রিকেট বিশ্বকাপের উদাহরণ তুলে ধরে সেলিম বলেন, উন্মাদনা তৈরী করে খেলাকে যুদ্ধে পরিণত করা হয়েছে, সেই চাপেই হার। এদিন কর্মীসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রেশন দুর্নীতি নিয়ে তার মন্তব্য, “১২আনা পিসি-ভাইপো খেয়েছে,চার আনা জ্যোতিপ্রিয়, ওই ১২আনার তদন্ত চাই।” তার অভিযোগ, আরএসএস এর মোহন ভাগবতের মাধ্যমে মোদি,মমতা সেটিং হয়েছে। হাসপাতালগুলির রেফার রোগ নিয়ে তার বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজেই রুগ্ন,রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থালে লাটে তুলে দিয়েছেন। দুলুয়াখাকিতে ত্রান পৌছনো নিয়ে আদলতের নির্দেশ সম্পর্কে তার মন্তব্য, আদালতের নির্দেশের মধ্য দিয়ে সরকারের গালে চড় পড়ল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here