আলিপুরদুয়ার ঃ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ছাত্রী হোস্টেল এখন অব্দি ছাত্রীদের থাকা ব্যবস্থা চালু হয়নি সেখানে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য রথীন বন্দোপাধ্যায় থাকছে শীঘ্র ছাত্রী হোস্টেলে ছাত্রীদের থাকার ব্যবস্থা করার দাবিতে বুধবার তৃনমূল ছাত্র পরিষদ হোষ্টেলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়।তৃনমূল ছাত্র পরিষদের অভিযোগ,উপাচার্য অনৈতিক ভাবে ছাত্রীদের হোষ্টেল দখল করেছেন। নব নির্মিত হোস্টেলে এখন ওবধি ছাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়নি।
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ৪ টি হষ্টেল রয়েছে।তারমধ্যে ছাত্রীদের জন্য একটি হষ্টেল রয়েছে।গত দেড় বছর ধরে হষ্টেল টি মেরামত করা হয়।এখন ও চালু হয়নি।।এদিন বেশ কয়েকঘন্টা হোষ্টেলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় টিএম সিপি।
টিএম সিপির জেলা সভাপতি সমীর ঘোষ বলেন,ছাত্রীরা এখানে থাকতে পাচ্ছেনা। সেখানে বহাল তবিয়তে উপাচার্য থাকছেন।বহু ছাত্রী বাইরে থেকে এসে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।কিন্তু তাদের থাকার বাবস্থা নেই।অবিলম্বে উপাচার্যের হোষ্টেল দখল মুক্ত করার ডাক দিয়েছে টিএম সিপি।
এ ব্যাপারে বাইরে থেকে আসা ছাত্রীরাও দাবি তুলেছেন তাদের হোষ্টেলে থাকার ব্যাবস্থা করতে।
যদিও উপাচার্য রথীন বন্দ্যেপাধ্যায় এদিন আলিপুরদুয়ারে নেই ।