গৌড় লিঙ্ক নিয়ে দুর্ভোগের অবসান। বালুরঘাট – কলকাতা সরাসরি ট্রেনের দাবি নিয়ে ইতিবাচক পরিদর্শন উত্তর পুর্ব রেলের জেনারেল ম্যানেজারের।

0
289

গৌড় লিঙ্ক নিয়ে দুর্ভোগের অবসান। বালুরঘাট – কলকাতা সরাসরি ট্রেনের দাবি নিয়ে ইতিবাচক পরিদর্শন উত্তর পুর্ব রেলের জেনারেল ম্যানেজারের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ নভেম্বর ———– গৌড় লিংক নিয়ে দুর্ভোগ! নাজেহাল জেলার মানুষের দাবীকে প্রাধান্য দিয়ে এবারে কলকাতা থেকে বালুরঘাট পর্যন্ত সরাসরি ট্রেনের দাবি সুকান্তর। রেলমন্ত্রীকে দেওয়া সাংসদের যে চিঠি পেয়েই বৃহস্পতিবার সশরীরে বালুরঘাট স্টেশনে হাজির হন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। খতিয়ে দেখেন বালুরঘাট রেলস্টেশনের পরিকাঠামোও। যেখানে উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ছাড়াও হাজির ছিলেন রেল দপ্তরের সমস্ত পদস্থ কর্মকর্তারা।

প্রসঙ্গত, গৌড় লিংক ট্রেনের হাত ধরে প্রায় ৫৬ বছর পর দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ ট্রেনে চড়বার প্রথম স্বাদ পেয়েছিল। যে ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে একটি নির্দিষ্ট সময়ে ছাড়লেও মালদায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। কেননা এই লিঙ্ক ট্রেনটিকে মালদায় গিয়ে প্রধান গৌড় এক্সপ্রেসের সাথে জুড়ে দেওয়া হয়। যে প্রক্রিয়া নিয়ে দীর্ঘ জটিলতায় কার্যত হাসফাস অবস্থা তৈরি হয় এজেলার মানুষদের। কলকাতা থেকে ফিরবার পথে সেই দুর্ভোগ যেন মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছায় যাত্রীদের কাছে। সময়ের সাথে সাথে রেল ব্যবস্থার উন্নতি হতে থাকলেও গৌড় লিঙ্ক নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের দুর্ভোগ আজো সেই তিমিরেই রয়ে গেছে। প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আন্দোলন, ডেপুটেশন দিয়েছেন একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন।শুধু তাই নয়, একের পর এক ব্যক্তি বালুরঘাটের সাংসদ হিসাবে নির্বাচিতও হয়েছেন, কিন্তু রেল নিয়ে এজেলার মানুষের সেই চির দুর্ভোগ আজো অব্যাহত রয়েছে। জেলার মানুষের সেই দুর্ভোগ উপলব্ধি করেই এবারে বালুরঘাট থেকে সরাসরি কলকাতাগামী একটি ট্রেনের জোড়ালো দাবি জানিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। একইসাথে বিগত সাংসদের কর্মকান্ডকে চ্যালেঞ্জ জানিয়ে জেলার রেল ব্যবস্থার ভোলবদলের ডাক দিয়েছেন তিনি। রেলমন্ত্রীকে জানানো সাংসদের সেই দাবিপত্রের পরিপ্রেক্ষিতেই এদিন জেলায় ছুটে এসে পুরো পরিকাঠামো খতিয়ে দেখেছেন উত্তর পুর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রী বাস্তব। যার স্টেশন পরিদর্শনের পরেই ইতিবাচক সুর শোনা গেছে সাংসদের গলাতে।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, জেলার মানুষের দাবিকে গুরুত্ব দিয়েই বালুরঘাট থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেনের দাবি রেলমন্ত্রীকে জানিয়েছেন তিনি। আগামী কিছুদিনের মধ্যে একগুচ্ছ উদ্বোধন ও শিলান্যাসের মাধ্যমে জেলার রেলব্যবস্থার পুরো ভোল বদলে দেবেন সাংসদ থাকাকালীন অবস্থায়। যে লক্ষ্য নিয়েই এদিন জেলায় এসে পুরো পরিকাঠামো খতিয়ে দেখেছেন উত্তর পুর্ব রেলের জেনারেল ম্যানেজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here