অনলাইনে প্রোডাক্ট কেনার বিবাদ এবার থানাতেও! হিলির তিওড়ের এক মহিলার করা অভিযোগকে ঘিরে তুমুল হইচই বালুরঘাটে

0
321

অনলাইনে প্রোডাক্ট কেনার বিবাদ এবার থানাতেও! হিলির তিওড়ের এক মহিলার করা অভিযোগকে ঘিরে তুমুল হইচই বালুরঘাটে।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ নভেম্বর ———- অনলাইনে জামা কাপড় কেনার বিবাদ এবার গড়ালো থানাতেও। শুক্রবার বিকেলে হিলির তিওড়ের বাসিন্দা টিনা অধিকারী মন্ডল নামে এক মহিলার করা লিখিত অভিযোগ কে ঘিরে তুমুল হইচই বালুরঘাটে। তার অভিযোগ, অনলাইনে একটি জিনিস পছন্দ করবার পর তা বাতিল করায় এক মহিলা তাদের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে তার সম্মানহানী করেছেন। যে মহিলার শাস্তির দাবিতেই এদিন সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও পাল্টা টিনা অধিকারী মন্ডল নামে ওই মহিলার বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ এনেছেন অর্পিতা সোম নামে ওই বিক্রেতাও।

জানা গেছে, চলতি মাসের ১৯ তারিখে জামাকাপড় বিক্রির জন্য সোশ্যাল সাইডে একটি লাইভ শো করেন অর্পিতা সোম নামে এক মহিলা। যেখান থেকে ৬৫০ টাকা মূল্যের একটি জামা পছন্দ করেন হিলির তিওড়ের বাসিন্দা টিনা অধিকারী মন্ডল। প্রথমে যা নিতে রাজি হন তিনি। এ নিয়ে উভয়ের মধ্যে ফেসবুকের ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে দীর্ঘ কথোপকথনও হয়। কিন্তু পরবর্তীতে আর্থিক সমস্যার কারণে জামাটি কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন তিওড়ের বাসিন্দা তথা অভিযোগকারী ওই মহিলা। আর এরপরেই ঘটনার সূত্রপাত। টিনা অধিকারী মন্ডলের দাবি, কোন জিনিস অর্ডারের পর যেকোন সমস্যার কারনে তা বাতিল করা যেতেই পারে। কিন্তু এক্ষেত্রে ওই মহিলা তাদের সমস্ত কথোপকথন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার সম্মানহানি করেছে। যা নিয়েই এদিন সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও টিনা অধিকারী মন্ডলের অভিযোগ উড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হবার পালটা হুশিয়ারি দিয়েছেন অর্পিতা সোম নামে ওই বিক্রেতাও। তার দাবি জিনিস নেবার নাম করে চরম হয়রানি করেছেন তিওড়ের বাসিন্দা তথা ওই মহিলা। যা নিয়ে তাদের কথোপকথন একটি গ্রুপে পোস্ট করা হলেও তার নাম কোথাও উল্লেখ করেননি তিনি। এদিকে এই লিখিত অভিযোগ পাওয়ার পরেই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ।

টিনা অধিকারী মন্ডল বলেন, অর্ডার করা জিনিস ফেরত নেওয়া হবে না এমনটা কোথাও উল্লেখ ছিল না। প্রথমে নেবার কথা থাকলেও পরে আর্থিক সমস্যার কারণে তিনি তা নিতে পারেননি। যা জানাবার পরেই পুরো কথোপকথন ভাইরাল করে তার সম্মানহানি করেছে অর্পিতা সোম। যার বিরুদ্ধেই লিখিত অভিযোগ জানিয়ে থানার দ্বারস্থ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here