কোচবিহার :- মানিক তালুকদারের পরিবারের এর সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
প্রসঙ্গতঃ গত ১৪ দিন ধরে উত্তরকাশির সুড়ঙ্গে আটকে রয়েছেন তুফানগঞ্জ মহকুমার বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের গেন্ডারপাড় এলাকার বাসিন্দা মানিক তালুকদার।
শনিবার সকালে মানিক তালুকদারের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের গেন্ডার পাড় এলাকায় তার বাড়িতে জান উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। কথা বলেন মানিক তালুকদারের স্ত্রী সোমা তালুকদার ও তার ছেলে মনি তালুকদারের সঙ্গে। মানিক তালুকদারের রোজগারেই তাদের সংসার চলে সংসার চলে। কিন্তু সে যেহেতু মানিক তালুকদার সুড়ঙ্গে আটকে রয়েছেন।পরিবারে টাকা পাঠাতে পারছেন না। সে কারণে তাদের কোন সমস্যা না হয়। সে কারণে পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মানিক তালুকদারের পরিবারের এর সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ...