খুঁটি পুজোর মধ্য দিয়ে ১৬ তম বর্ষে রক্ষাকালী মাতার পুজো শুরু করা হলো বুনিয়াদপুরে।

0
481

খুঁটি পুজোর মধ্য দিয়ে ১৬ তম বর্ষে রক্ষাকালী মাতার পুজো শুরু করা হলো বুনিয়াদপুরে।

বিগত ১৬ বছর ধরে হয়ে আসছে রক্ষাকালী মাতার পুজো। এই পুজো বিগত বছর ধরে করা হচ্ছে বুনিয়াদপুর রেল স্টেশন সংলগ্ন মাঠে রক্ষাকালী পুজো কমিটির উদ্যোগে। শনিবার দুপুরে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু করা হয় রক্ষা কালী মাতার পুজো। এদিন খুঁটি পুজতে উপস্থিত ছিলেন রক্ষা কালী পুজো কমিটির সভাপতি কমল সরকার, পুজো কমিটির সেক্রেটারি অমল সরকার, পুজো কমিটির কোষাধ্যক্ষ সুমন সরকার ও মিলন সরকার সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা। আগামী শুক্রবার রক্ষা কালী মাতার পুজোর শুভ উদ্বোধন করা হবে ও পুজো শুরু হবে। ফিতে কেটে এই পুজোর শুভ উদ্বোধন করবেন ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। রক্ষা কালী মাতার পুজোকে ঘিরে মেলার আয়োজন হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের বাউল অনুসরণ সহ অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন গুলিকে পালন করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে বক্তরা। প্রচুর মানুষের সমাগম হয় এই পুজোকে ঘিরে।

এই বিষয়ে পুজো কমিটির সেক্রেটারি অমল সরকার ও সদস্য বিশ্বনাথ সরকার জানিয়েছেন এবারে ১৬ তম বর্ষে রক্ষা কালী মাতার পুজো করে আসছি আমরা। পুজো কে কেন্দ্র করে শুরু হয় মেলা ও অনুষ্ঠিত। পুজোর দিন গুলোতে প্রচুর ভক্তের সমাগম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here