দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিয্যবাহী বোল্লাকালীর অনুকরণে কালিপুজোর আয়োজন হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন মির্জাপুর গ্রামে। ১৪ হাত উঁচু কালী প্রতিমা গড়ার পাশাপাশি জোর কদমে চলছে কালী পুজোর প্রস্তুতি। শুক্রবার রাত্রে বোল্লা কালীর পুজোর দিনেই ঘটা করে হবে পুজো।পূজা কমেটির সভাপতি সুজিত কুমার বর্মণ জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা কালীর পুজো দিতে গ্রামের মানুষের যাওয়া সম্ভব হয়না দূরত্বের কারণে। তাই গ্রামের বাসিন্দারা একত্রিত হয়েই ১৪ হাত উঁচু কালী প্রতিমা গড়ে দেবীর আরাধনা শুরু করে।এবছর ১৫ তম বর্ষে পদার্পণ করেছে তাদের বোল্লা কালী পূজা। জাকজমক পূর্ণ ভাবেই দেবীর আরাধনা করাহয়। রাস পূর্নিমার পর প্রথম শুক্রবার রাত্রে বোল্লাকালীর পুজো করাহয়। এরপর এক সপ্তাহ ব্যপী চলে মেলা। পাশাপাশি আয়োজন করাহয়, বাউল গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঝুমুর নাচের। গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে এই পুজোর আয়োজন করি। অনন্তপুর, মির্জাপুর, গৌড়িপুর, শংকরপুর এলাকার বাসিন্দারা পুজোয় সামিল হয়।পাশাপাশি কালিয়াগঞ্জ সহ আশে পাশের ব্লকের প্রচুর মানুষের সমাগম হয়। পুজোর দিন মাটির তৈরি ১৪ হাত উঁচু দেবী প্রতিমা কে অলঙ্কারে সজ্জিত করাহয়৷ রাতভর পুজোর পর প্রসাদ বিতরণ করাহয়। সব মিলিয়ে এখন গ্রামে উৎসবের আমেজ।এই পুজোকে কেন্দ্র করে পুজোর রাত্রে প্রায় পাঁচ হাজার ভক্তের সমাগম হয় । ফলে ভিড় সামাল দিতে বাড়তি পুলিস মোতায়েন করার পাশাপাশি অপৃতিকর ঘটনা এড়াতে তৎপর থাকে পুলিস ও স্থানীয় প্রশাসন।
বাইট ;- পূজা কমেটির সভাপতি সুজিত কুমার বর্মণ