শিলিগুড়ি:-
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ব্যবসায় ক্ষেত্রে থাইল্যান্ডের সঙ্গে একটি যোগাযোগ স্থাপন করতে বিগত ১০ দিন থেকে এই এলাকায় এসে পর্যবেক্ষণ করছেন থাইল্যান্ডের ১১জনের একটি প্রতিনিধি দল।রবিবার দুপুরে সেই দল এসে পৌছালো শিলিগুড়ির সানডে হাটে।এদিন শিলিগুড়ি ছাড়াও সিকিম,দার্জিলিং সহ নেপাল এবং ভুটান থেকে আগত কৃষক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পুরুষ সহ প্রত্যেকে সঙ্গে আলোচনা সারেন থাইল্যান্ডের প্রতিনিধিরা।কি কি হাতে তৈরি তাদের সামগ্রী রয়েছে এবং সেই সামগ্রী থাইল্যান্ডে বিক্রি করা যাবে কিনা কারণ থাইল্যান্ডে উত্তর-পূর্ব ভারতের সামগ্রী রপ্তানির ব্যবস্থা হয় কিনা সে সমস্ত বিষয় নিয়ে এদিন আলোচনা হয়।