কোচবিহার:- রাস্তায় পাওয়া একটি বিরল প্রজাতির কচ্ছপ বনদপ্তরের হাতে তুলে দিল কোচবিহার শহরের ১৯নম্বর ওয়ার্ড সুশীলদাস পল্লী এলাকার এক যুবক । এদিন তার বাড়িতে বনদপ্তরের কর্মীদের হাতে কচ্ছপ টি তুলে দেয় ওই যুবক প্রীতম রায় । জানা যায় প্রীতম এর গ্রামের বাড়ি কালীঘাট ঘোড়ামারা এলাকায় । সেখানে ঘুরতে গিয়ে সে দেখে যে একটি কচ্ছপ এলাকার কয়েকজন মিলে বিক্রি করতে চাচ্ছে । সেই সময় সে তৎক্ষণাৎ তাদের কাছে থেকে ১০০ টি টাকা দিয়ে কচ্ছপটি নিয়ে তার বাড়িতে নিয়ে আসে । আজ সকালে স্থানীয় মোহন রক্ষা কমিটিকে সমস্ত বিষয়টি ফোন মারফত জানান। মোহনা রক্ষা কমিটির সদস্য বনদপ্তরের কর্মীদের সাথে নিয়ে প্রীতমের বাড়িতে হাজির হন । এরপরে প্রীতম বনদপ্তরের হাতে এই কচ্ছপটি তুলে দেয় । প্রীতম এর এই কাজের প্রশংসা করেছে প্রত্যেকে ।
মোহন রক্ষা কমিটির সম্পাদক রঞ্জন শিল বলেন, আমাদের এখানে এই বছরটি সাধারণত পাওয়া যায়না। তবে প্রীতম যে কাজটি করেছে সেটা সত্যি প্রশংসনীয় আজকের সময়ে সেটিকে বাঁচিয়ে আমাদের হাতে তুলে দিচ্ছে ।
বনদপ্তরের কর্মী দুলাল দাস জানান কচ্ছপ থেকে মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর তার থাকার সঠিক জায়গায় থাকে ছেড়ে দেওয়া হবে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর রাস্তায় পাওয়া একটি বিরল প্রজাতির কচ্ছপ বনদপ্তরের হাতে তুলে দিল কোচবিহার শহরের...