৪৩টি মহিষ উদ্ধার করলো ভারতীয় বি এস এফ

0
437

৪৩টি মহিষ উদ্ধার করলো ভারতীয় বি এস এফ।গ্রেপ্তার ৪।মঙ্গলবার গভীর রাতে ফুলবাড়ি টোলগেট এলাকায় মহিষ ভর্তি কন্টিনার গাড়িটিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।গাড়ির ভিতর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে এক এক করে মোট ৪৩টি মহিষ।এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে ভারতীয় বিএসএফ জওয়ানরা।জানা গেছে বিহার থেকে ফুলবাড়ি হয়ে আসামের দিকে যাচ্ছিলো মহিষ বোঝাই কন্টেনারটি।এরপর নিয়ম মেনে মহিষ বোঝাই ট্রাক সহ অভিযুক্তদের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।অপরদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা ৪ জন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠায়।ধৃতরা হলো শেখ মিরাজ,মোহাম্মদ রিজওয়ান,শেখ রমজান,এবং নাইমুউদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here