পথ কুকুরকে বাচাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রান গেলো পুলিশ আধিকারিকের

0
1596

জলপাইগুড়ি:-

পথ কুকুরকে বাচাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রান গেলো পুলিশ আধিকারিকের। জলপাইগুড়ির ঘটনা। মৃত সাব ইন্সপেক্টর এর নাম করুনাকান্তি রায়। বাড়ি জলপাইগুড়ির রাজগঞ্জের টোটাগছ এলাকায়। তিনি জলপাইগুড়ি পুলিশের মনিটরিং সেলের অফিসার ইনচার্জ এর দায়িত্বে ছিলেন। মঙ্গলবার তিনি তার মোটরবাইক নিয়ে বাড়ি থেকে জলপাইগুড়ির পুলিশ লাইনে যাচ্ছিলেন প্যারেড রাউণ্ডে যোগ দিতে। সেই সময় জলপাইগুড়ি শহরের হাসপাতাল পাড়ায় একটি পথকুকুর তার মোটরবাইকের সামনে চলে আসে। তাকে বাচাতে গিয়ে তার মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন তিনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here