শিলিগুড়ি:-
শিলিগুড়ি শহরে অবৈধ টোটো চলাচল বন্ধ করা হোক,এমন দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল দার্জিলিং সমতল এন্ড জলপাইগুড়ি ই রিকশা ওয়েলফেয়ার এসোসিয়েশন।বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিট নাগাদ শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্বারকলিপি প্রদান করা হয়।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয় অবৈধ নম্বর বিহীন টোটো শিলিগুড়ি শহরে বিভিন্ন জায়গায় চলাচল করছে যার ফলে যানজটের সমস্যা হচ্ছে।অবৈধ টোটো চলাচল যাতে বন্ধ করা হয় তার পাশাপাশি যে সমস্ত কারখানাতে এই টোটো গুলি তৈরি হচ্ছে সেই কারখানাও বন্ধ করার দাবি তোলে সংগঠনের সদস্যরা।