দিনদুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায়।চুরির ঘটনা সম্পূর্ন ধরা পড়েছে স্থানীয় সিসিক্যামেরায়।জানাজায় এদিন দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মনাতন দাস টোটো চালিয়ে কালিয়াগঞ্জে এসেছিলেন তার মালিকের মুদির দোকানের সামগ্রী নিয়ে।দোকানের মাল নেবার জন্য মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় রাস্তার উপরে টোটো রেখে মান আনতে যান ফিরে এসে দেখেন তার টোটো থেকে দুটি তেলের টিন দুষ্কৃতিকারি নিয়ে চম্পট দেয়।বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় দোকানের সিসিটিভি ফুটেজ দেখা যায় এক যুবক কিছু সময় ঘোড়াঘুড়ি করার পর দুটি তেলের টিন নিয়ে চম্পট দেয়।দিনের পর দিন কালিয়াগঞ্জ চুরির ঘটনা বেড়েই চলেছে।ব্যবসায়ীদের অভিযোগ কিছুদিন আগে এলাকায় এক মজনের ভূশির বস্তা চুরি হয়েছে বলে ব্যবসায়ীরা উদবিগ্ন রয়েছে।অপরদিকে কিছুদিন আগে কালিয়াগঞ্জ বাস স্টন্ডে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে চোড়।