রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে অভিনব উদ্যোগ বালুরঘাটের হতদরিদ্র বিশু সরকারের। বিনামূল্যে চা-বিস্কুট খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে পোস্টার চা এর দোকানে।
বালুরঘাট, ২০ জানুয়ারী ——– রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসকে স্মরনীয় করতে বালুরঘাটে অভিনব উদ্যোগ হতদরিদ্র চা বিক্রেতার। সোমবার সকাল থেকে সকলকে বিনামূল্যে চা-বিস্কুট খাওয়ানোর ঘোষণা করে পোস্টার ঝোলালো বিশু সরকার। শনিবার সকাল থেকে শহরের রঘুনাথপুর এলাকায় হতদরিদ্র ওই চা বিক্রেতার এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সাধারণ বাসিন্দাদের। জানা গেছে, ২২ জানুয়ারী রাম জন্মভূমি অযোধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম মন্দিরের প্রতিষ্ঠা পর্ব রয়েছে। যার খুশিতে কিছুটা উৎফুল্ল হয়ে ওঠে শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা তথা পেশায় চা বিক্রেতা বিশু সরকার। ওইদিন সকাল থেকে সকলকে বিনামূল্যে চা-বিস্কুট খাওয়াবেন এমন প্রতিশ্রুতি দিয়ে দোকানের সামনে ঝুলিয়ে দেন তার নাম দিয়ে একটি ফ্লেক্সও। যা দেখেই রীতিমতো হইচই পড়ে যায় এলাকায়। হতদরিদ্র চা বিক্রেতার এমন উদ্যোগে অবাকও হয়েছেন অনেকেই।
যদিও চা বিক্রেতা বিশু সরকারের দাবি, রামমন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যেই এধরনের ভাবনা তার। যতজন আসবে সকলকেই ওইদিন বিনামূল্যে চা বিস্কুট খাওয়াবেন।
সঞ্জয় সুত্রধর নামে এলাকার এক বাসিন্দা বলেন, চা বিক্রেতার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।