গঙ্গারামপুর সাবডিভিশনাল সেকেন্ডারি স্পোর্টস অনুষ্ঠিত হলো বিশরাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
গঙ্গারামপুর সাব ডিভিশনাল এরিয়া জুড়ে ৬৪ টি উচ্চ বিদ্যালয় রয়েছে। প্রতি বছর প্রতিটি স্কুলে খেলাধুলার আয়োজন করা হয়। ৬৪ টি স্কুলের প্রথম ও দ্বিতীয় যারা হয়েছে তাদের নিয়ে করা হয় এই স্পোর্টস প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে প্রায় ২৫৬ থেকে ২৬০ জন স্কুল ছাত্র ছাত্রীরা। ৬৪ টি স্কুলের প্রথম ও দ্বিতীয় ছাত্র-ছাত্রীদের নিয়ে ৫১ টি ইভেন্টে প্রতিযোগিতার করা হচ্ছে। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় দের দেওয়া হচ্ছে পুরস্কার। এই প্রতিযোগিতা দেখতে মাঠে ছুটে এসেছেন বহু মানুষ।
এই বিষয়ে বিশরাইল স্কুলের পরিচালক ও তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নামিযুর রহমান, গঙ্গারামপুর সাবডিভিশনাল সেকেন্ডারি স্পোর্টস শুভজিৎ মিশ্র ও বিশরাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উদয় কুমার ঘোষ জানিয়েছেন গঙ্গারামপুর সাবডিভিশনাল সেকেন্ডারি স্পোর্টস অনুষ্ঠিত হলো বিশরাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা ভীষণ ভাবে আপ্লুত এরকম একটি জায়গায় এতবড় স্পোর্টস এর আয়োজন করা হয়েছে। এই ভাবেই বিভিন্ন গ্রাম থেকে উঠে আসুক বাচ্চারা এরকম একটা খেলার সুজক পাক। যাতে আমাদের জেলার বাচ্চারা ডিস্টিক থেকে রাজ্য পর্যন্ত পৌঁছতে পারে।