পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়নপুর সংস্কৃতি সংসদের ফুটবল ময়দানে পৌরসভা এলাকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও এসএসকে বিদ্যালয় সমূহের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গঙ্গারামপুর ১৯ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌরসভা এলাকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও এসএসকে বিদ্যালয় সমূহের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর সংস্কৃতি সংসদের ফুটবল ময়দানে খেলার আয়োজন করা হয়। খেলার সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান।সেখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে খেলার দায়িত্ব থাকা আধিকারিক সহ আরো অনেকই উপস্থিত ছিলেন। প্রতিবছরের মতো এবছরওমহাধুমধাম সহকারে পৌরসভা এলাকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও এসএসকে বিদ্যালয় সমূহের খেলার সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, সেখানে গঙ্গারামপুর পৌরসভার ভাই চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,খেলা পরিচালন কমিটির কমিটির সম্পাদক অলোক সাহা, স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সহ খেলা দেখতে ও খেলতে আসা বহু ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন , খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা যেমন হয়ে থাকে তেমনি বহু প্রতিভাবান ছেলেমেয়েরা সেখান থেকে বড় খেলায় অংশগ্রহণ করে। ধন্যবাদ জানাই আয়োজক কারীদের। খেলা পরিচালন কমিটির সম্পাদ অলোক সাহা জানিয়েছেন,২৮ টি স্কুলের বহু ছাত্র-ছাত্রী এদিনের খেলায় অংশগ্রহণ করেছে।এখান থেকে যারা ভালো খেলবে তারা বড় খেলায় অংশ গ্রহন করবে । খেলা দেখতে ও খেলতে ভিড় হয়েছিল ব্যাপক।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়নপুর সংস্কৃতি সংসদের ফুটবল ময়দানে পৌরসভা এলাকার অবৈতনিক...