কোচবিহার:- মাথাভাঙ্গা কালীবাড়ি এলাকায় চলন্ত অটো থেকে মোবাইল চুরির চেষ্টা এক যুবকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।এমনকি হাতেনাতে ধরাও পড়ে ওই যুবক।আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।জানা গেছে হিন্দুস্তান মোড় থেকে দীপালি বর্মন নামে এক গৃহবধু তার ছোট্ট ছেলেকে নিয়ে অটোতে করে মাথাভাঙ্গা যাচ্ছিলেন কিন্তু মানসাই ব্রিজ পার হতেই তার মোবাইল ফোনটি নিয়ে ছুড়ে ফেলে দেয় এক যুবক।তারপর কালিবাড়িতে অটোটি দাঁড়ালে সেই যুবক মোবাইলটির ওখানে গেলে এলাকাবাসীরা ওই যুবককে পাকড়াও করে এবং পুলিশে খবর দেয়।তারপর মাথাভাঙ্গা থানার পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়।এদিকে মোবাইল ফোন ফিরে পেলেও যথেষ্ট আতঙ্কিত রয়েছেন ওই গৃহবধূ পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানা গেছে।যদিও নিজেকে নির্দোষ বলে দাবি ধৃত যুবকের।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মাথাভাঙ্গা কালীবাড়ি এলাকায় চলন্ত অটো থেকে মোবাইল চুরির চেষ্টা এক যুবকের