গঙ্গারামপুর,২৯ জানুয়ারি : আদিবাসীদের জমি অ-আদিবাসীদের নামে রেকর্ড করা বন্ধ করতে হবে। বিনা তদন্তে ওয়ারিশের রের্কড করা যাবে না। আদিবাসীদের পুজো স্থান,জাহের স্থান মাঝি স্থান রের্কড ভুক্ত করতে হবে। এই সমস্ত দাবি সহ মোট ছয় দফার দাবিতে গঙ্গারামপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দিল আদিবাসী সেঙ্গেল অভিযান। সোমবার ডেপুটেশন দেবার আগে গঙ্গারামপুর শহরে মিছিল বের করা হয়। মিছিল বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এসে হাজির হয়। এরপর আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মকর্তারা বিএলএলআরওর কাছে গিয়ে স্মারক লিপি তুলে দেয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের গঙ্গারামপুর ব্লক সভাপতি তাঁতি টুডু।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দিল আদিবাসী সেঙ্গেল অভিযান