মালদা: ২৪ ঘন্টার মধ্যেই জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করা নিরাপত্তায় ঘেরে রাখা হয়েছে মালদার ইংরেজবাজার কে। তারই মধ্যে বাড়ির সামনে থেকে উধাও এক ব্যবসায়ীর নাবালিকা কন্যা। অপহরণের অভিযোগ। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ের নাম মনোজ কুমার কেসরী। বাড়ি মালদার ইংরেজবাজারের উত্তর বালুচরে। তার মেয়ে সৃষ্টি কেসরি। একটি বেসরকারি স্কুলের ছাত্রী। আর বাড়ির সামনে থেকেই সে নিখোঁজ হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।