মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই নির্বাচনী প্রচার শুরু সুকান্তর। তুলি হাতে নিয়ে বালুরঘাটে দেওয়াল লিখলেন বিজেপির রাজ্য সভাপতি।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ জানুয়ারী ——— মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই নিজের নির্বাচনী কেন্দ্রে দেওয়াল লিখে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার বালুরঘাটের নারায়ণপুর এলাকায় দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে দেওয়াল লেখেন সাংসদ। যেখানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরী সহ অনান্য জেলা বিজেপি নেতৃত্বরা। এদিন যে দেওয়াল লিখনের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত জানান, প্রার্থী কে হবে তা ঠিক করবে দল। তবে তারা নির্বাচনী লড়ায়ের জন্য সব রকম ভাবে প্রস্তুত রয়েছেন। যে কারণেই এদিন তাদের এই দেওয়াল লিখন। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, লোকসভা নির্বাচনে তারাই প্রথম হচ্ছেন দেশে। দ্বিতীয় কে হবে তার জন্য লড়াই চলছে।
বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, নির্বাচনের জন্য আমরা রেডি। বল এলেই ছক্কা হবে।