শিলিগুড়ি:-
আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেফতার ১।শনিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের কাছে খবর আসে, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ শিলিগুড়ি পৌর নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের পায়েল সিনেমা হল সংলগ্ন এলাকায় এক যুবক ঘোরাঘুরি করছে।গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই টিম তৈরি করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।তড়িঘড়ি চালানো হয় অভিযান।এর পর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ পায়েল সিনেমা হলের পাশ থেকে গ্রেফতার করা হয় এক যুবককে।অভিযুক্তের নাম নিতাই রাজবংশী।ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি একটিয়াশাল এলাকায়।কিন্তু এত রাতে কি কারনে নিতাই রাজবংশী আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ পায়েল সিনেমা হলের পাশে ঘোরাঘুরি করছিল?তা নিয়ে ধনদে ভক্তিনগর থানার পুলিশ।অভিযুক্তকে গ্রেফতার করে,সে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছিল এবং কি কারনে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ পায়েল সিনেমা হল এলাকায় ঘোরাঘুরি করছিল?তার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।ধৃত নিতাই রাজবংশীকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।