সন্দেশখালীতে গ্রেফতার প্রাক্তন বিধায়ক। প্রতিবাদে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ বামফ্রন্টের
বালুরঘাট, ১২ ফেব্রুয়ারী ——— সন্দেশখালিতে প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নামলো বামফ্রন্ট। সোমবার সন্ধ্যায় বালুরঘাট শহর জুড়ে একটি বিরাট মিছিল করে বামফ্রন্ট নেতৃত্বরা। এরপরেই বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে নেতা কর্মীরা। যাকে ঘিরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটের থানা মোড় এলাকায়। বিক্ষোভকারী দের অভিযোগ, প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। অথচ সন্দেশখালীর ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো অধরা। ঘটনা নিয়ে পুলিশকে তৃণমূলের দলদাস বলে আখ্যা দিয়েছেন বিক্ষোভকারী নেতারা। অবিলম্বে ওই প্রাক্তন বিধায়ককে নিঃশর্তে মুক্তি না দেওয়া হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারি দিয়েছেন বামপন্থী নেতৃত্বরা।