বালুরঘাট, ১৭ ফেব্রুয়ারী ——- সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে কালো ব্যাচ পড়ে বালুরঘাটে মৌন মিছিল করল এবিভিপি। শনিবার দুপুরে বালুরঘাটের বিজেপি মোড় থেকে শুরু হওয়া এই মৌন মিছিলটি গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে পৌছায়। যেখানেই সন্দেশখালি কাণ্ডে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে প্রতিবাদ জানান এবিভিপির সদস্যরা
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে কালো ব্যাচ পড়ে বালুরঘাটে মৌন মিছিল করল এবিভিপি