জীবিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বানিয়ে প্রচার সোশ্যাল মিডিয়ায়!

0
269

জীবিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বানিয়ে প্রচার সোশ্যাল মিডিয়ায়! বালুরঘাট সাইবার ক্রাইম থানার দ্বারস্থ আতঙ্কিত স্কুল ছাত্রী

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ ফেব্রুয়ারী ——— জীবিত পরীক্ষার্থীকে মৃত বানিয়ে প্রচার সোশ্যাল মিডিয়ায়। সাইবার ক্রাইম থানার দ্বারস্থ বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার রাতে ঘটনা জানিয়ে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আতঙ্কিত এক স্কুল ছাত্রী । বালুরঘাট শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কাঠালপাড়া এলাকার বাসিন্দা ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অভিযোগ, তপনের সাকিল নামে এক যুবক তার আপলোড করা সমস্ত রিলস ভিডিও গুলো বিকৃত করছে। শুধু তাই নয়, কিছু ভিডিওতে তাকে মৃত বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে ওই যুবক। একইসাথে কিছু ভিডিওতে তাকে নগ্নও করা হয়েছে। যে বিষয়টি নিয়ে কিছুটা আতঙ্কিত হয়েই সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন ওই স্কুল ছাত্রী। এদিকে এই ঘটনার লিখিত অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ।

আতঙ্কিত পরীক্ষার্থী জানিয়েছেন, তার রিলস ভিডিওগুলিকেই নানাভাবে বিকৃত করছে ওই যুবক। যা নিয়ে একাধিকবার ওই যুবককে অনুরোধ করবার পরেও তা ডিলিট না করায় কিছুটা আতঙ্কিত হয়ে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here