আলিপুরদুয়ারঃ ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী প্রচারের দেওয়া লিখন শুরু হল সোমবার থেকে, জানা গেছে এখনো তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়নি তার আগেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল, সোমবার তৃণমূলের ফালাকাটার দলীয় কার্যালয় থেকে সাউন্ডব্লক কমিটির সকল শাখা সংগঠন এবং তৃণমূল কংগ্রেস তারা সঙ্ঘবদ্ধভাবে এসে ফালাকাটার ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ার কালী মন্দিরের পাশের দেয়াল দেওয়াল লিখন শুরু করলো, তৃণমূলের যে সকল জনকল্যাণমুখী প্রকল্প গুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে এই দেওয়াল লিখনের মধ্য দিয়ে, এবং তাদের যে জোড়া ফুল সেই চিহ্ন লেখে এবং তৃণমূল পাড় থেকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এই দেওয়াল লিখন বলে জানায় ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে l
বাইট : শুভব্রত দে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল সভাপতি