জমি মাফিয়াদের দৌরাত্ম্য! প্রকাশ্য দিবালোকে দেদার পুকুর ভরাট বালুরঘাট শহরে। আতঙ্কে পরিবেশপ্রেমীরা

0
194

জমি মাফিয়াদের দৌরাত্ম্য! প্রকাশ্য দিবালোকে দেদার পুকুর ভরাট বালুরঘাট শহরে। আতঙ্কে পরিবেশপ্রেমীরা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ ফেব্রুয়ারী ——– জমি মাফিয়াদের দৌরাত্ম্য! দিনের আলোতে দেদার পুকুর ভরাট বালুরঘাট শহরে। আতঙ্কে পরিবেশপ্রেমীরা। প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন শহরজুড়ে। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরপ্রধানের।

জানা গেছে বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী এলাকায় বেশকিছুদিন ধরে প্রকাশ্য দিবালোকে একটি জলাভূমি ভরাট করছে জমি মাফিয়ারা। যা দেখেও কার্যত নিশ্চুপ স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারা। এদিকে এই ঘটনা জানবার পরেই আতঙ্কিত পরিবেশপ্রেমীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন। খোদ পুর প্রশাসনের নাকের ডগায় কিভাবে এমন জলাভূমি ভরাট হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও পুকুর মালিকের দাবি, পুকুর হিসাবেই বেশ কয়েকবছর আগে তারা জলের দরে ওই জমিটি বিক্রি করে দিয়েছেন। পরে কারা তা ভরাট করে বিক্রি করছে তার খোঁজ নিয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, এমনটাও দাবি জানিয়েছেন তারা।

পুকুরের পুর্বতন মালিক সীমা সাহা বলেন, বেশ কয়েক বছর আগে তারা তাদের ভাগের ওই পুকুরটি বিক্রি করে দিয়েছেন। এখন সেখানে কারা মাটি ফেলে তা ভরাট করছে তা তাদের জানা নেই।

পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন, প্রকৃতির কিডনি বলা হয় জলাভূমিকে। এগুলো ভরাট হওয়ার ফলে শহরে বাড়বে তাপমাত্রা। শুধু তাই নয় এভাবে পুকুর, ডোবা ও খাড়ি ভরাট হতে থাকলে বড় কোন অগ্নিসংযোগে জল মিলবে না শহরে। এসব বন্ধ করতে শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন প্রশাসনের।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, স্থানীয় কাউন্সিলর এর সাথে কথা হয়েছে। তাকে দ্রুত এলাকায় যেতে বলেছি। কোন জলাশয় ভরাট হলে আমরা বরদাস্ত করব না। দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here