রাজ্য কো অর্ডিনেশন কমিটির ডাকে অধিকার যাত্রা করা হলো বুনিয়াদপুর শহর জুড়ে।
রাজ্য অর্ডিনেশন কমিটির সভাপতি বিশ্বজিৎ দাশগুপ্ত চৌধুরীর নেতৃত্বে রাজ্য কো অর্ডিনেশন কমিটির ডাকে পাহাড় থেকে সাগর অধিকার যাত্রা শুরু করা হয়েছে সিপিএমের পার্টির উদ্যোগে। সূত্রই ফেব্রুয়ারি কোচবিহার থেকে শুরু হয় অধিকার যাত্রা। এই যাত্রা ১০ই মার্চ শেষ হবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ১৪ই মার্চ রাজ্য রাজ্য কোথাকার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষা কর্মীদের যৌথ মঞ্চের আহব্বানে রয়েছে নবান্নের অভিযান। শুক্রবার রাজ্য কো-অর্ডিনেশন কমিটির ডাকে বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌরসভার রশিদপুর থেকে অধিকার যাত্রার কর্মসূচির শুরু করা হয়। এই অধিকার যাত্রা শুরু করার মূল উদ্দেশ্য হলো বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে রাজ্য গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসনের সমস্ত শুন্যপথ স্বচ্ছতার সাথে পূর্ণ করতে হবে। চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করন করতে হবে। অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। এছাড়াও আর দাবিগুলি পূরণ করতে হবে। বন্ধ করতে হবে ধর্ম নিয়ে রাজনীতি। ২০১৪ এর পরবর্তী সময় থেকে শুরু হয়েছে অর্জিত অধিকার কেড়ে নেওয়ার পর্ব। মূল উদ্যোক্তা দিল্লি পিছিয়ে নেই নবান্ন বলে দাবি সিপিএম কর্মীদের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সহ-সম্পাদিকা শাশ্বতী মজুমদার সহ সিপিএমের একাধিক নেতৃত্বরা।
এদিনের এই অধিকার যাত্রা নিয়ে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সহ-সম্পাদিকা শাশ্বতী মজুমদার জানিয়েছেন সাধারণ মানুষকে সচেতন করতে পাহাড় থেকে সাগর পর্যন্ত অধিকার যাত্রা শুরু করা হয়েছে। এই অধিকার যাত্রা শুরু করার মূল উদ্দেশ্য হলো বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে রাজ্য গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসনের সমস্ত শুন্যপথ স্বচ্ছতার সাথে পূর্ণ করতে হবে। চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করন করতে হবে। অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। এছাড়াও আর দাবিগুলি পূরণ করতে হবে। বন্ধ করতে হবে ধর্ম নিয়ে রাজনীতি।