গোপন সুত্রের খবরের ভিত্তিতে আচমকাই হানা দিয়ে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলা দুটি কাঠ মিল বন্ধ করেদিল বন দফদতরের আধিকারিকরা। প্রথমে কালিয়াগঞ্জ ব্লকের বাঘন এলাকায় কাঠমিল সসিল করার পড়ে কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়া আরেকটি কাঠ মিলে হানা দিয়ে মোট দুইটি কাঠ চেরাই মিলে হানা দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বন দপ্তরের এসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার সৌগত মুখার্জি।বিভিন্ন সময়ে অভিযোগ উঠে আসে কালিয়াগঞ্জে অবৈধ ভাবে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখি রমরমিয়ে চলছে কাঠ মিল গুলি।বিভিন্ন সময়ে বন দফতর অভিযান চালায়।এদিন অভিযোগের ভিত্তিতেই বনদফর হানা দেয় কালিয়াগঞ্জের দুইটি কাঠ মিলে।অভিযোগ হাসপাতাল পাড়ার কাঠ মিল বিরুদ্ধে অভিযোগ মিলে পেস্টিংয়ের লাইসেন্স নিয়ে বেআইনি ভাবে পিলিং করা হচ্ছে।সেই কারণে মিলের তিনটি মেসিন সিল করে দেওয়া হয় পাশাপাশি ১০০ পিসের মতো গাছে সেব গুড়ি রয়েছে সেগুলিকে আবেয়াপ্ত করে বন দফতরে এবং মিল আপতত বন্ধ করা হয়েছে।আগামীতে এই ধরণের অভিযান চালাবে বন দফতর বলে জানান বন দপ্তরের এসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার সৌগত মুখার্জি
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গোপন সুত্রের খবরের ভিত্তিতে আচমকাই হানা দিয়ে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলা...