বাস্তবে রয়েছে পুরোনো রাস্তা, তবে খাতা কলমে সেখানেই দু লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে নতুন রাস্তা

0
365

আলিপুরদুয়ার বাস্তবে রয়েছে পুরোনো রাস্তা, তবে খাতা কলমে সেখানেই দু লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে নতুন রাস্তা। কালচিনি ব্লকের পুরোনো হাসিমারা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটনা। এরপর দুর্নীতির অভিযোগ তুলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা ।তাদের অভিযোগ, এখানে প্রায় দুবছর আগে রাস্তা তৈরি হয়েছিল, যা বর্তমানে ভালো অবস্থাতেই রয়েছে। তবে সম্প্রতি সেখানেই আবার তৈরি হয়েছে নতুন রাস্তা।তবে সেটা বাস্তবে নয়, শুধু খাতা কলমেই। এছাড়া রাস্তা তৈরি কাজের কোনো বোর্ডও এলাকায় নেই বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় শর্মা বলেন, ‘সাধারণ জনগণের চোখে ধুলো দিয়ে সরকারি টাকা আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। যা আমরা একে বারেই বরদাস্ত করবো না। এর জবাব না পেলে আগামীতে আন্দোলনে সামিল হবো আমরা।’

যদিও এ বিষয়ে বরাদপ্রাপ্ত ঠিকাদার অমিত বর্ধন বলেন, ‘সেখানে পুরোনো রাস্তা থাকায়, এলাকাবাসীর কথা মেনে ওই এলাকারই পাশের আরেকটি বেহাল রাস্তা নতুন ভাবে তৈরি করা হয়। তবে কাগজে সেটা আর সংশোধন করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here