কোচবিহার:- তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা কি ঘটেছে দিনহাটা বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ।পঞ্চায়েত সমিতির সদস্যা, কৃষ্ণা কাবেরী বর্মনের স্বামী তথা বুড়িরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূলের সম্পাদক দীপক বর্মন অভিযোগ করে বলেন গতকাল রাত আনুমানিক আড়াইটে নাগাদ আমাদের বাড়িতে ভয়ংকর বোমা বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল যে লোহার গ্রীল বেঁকে গিয়েছে, জানালা ভেঙেছে সঙ্গে পাকা দেয়ালের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে পরিবারের কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। দীপক বাবু আরো অভিযোগ করে বলেন গতকাল আমাদের সংশ্লিষ্ট এই লাঙ্গুলিয়া টু বুথে তৃণমূলের বুথ সম্মেলন ছিল। সেই সন্মেলনে সাধারণ মানুষের উপস্থিতি দেখে বিজেপি ভয় পেয়েছে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা...