বোমা, বারুদ, গুলি নয়, রঙ নিয়ে খেলুন! অভিনেত্রী অঞ্জনা বসুকে পাশে বসিয়ে বসন্ত উৎসবে বিরোধীদের বার্তা সুকান্তর
বালুরঘাট, ২৫ মার্চ —— বোমা, বারুদ, গুলি নয়, মানুষের মধ্যে রঙ আনার বার্তা দিয়ে বালুরঘাটে বসন্ত উৎসব পালন সুকান্তর। অভিনেত্রী অঞ্জনা বসুকে সঙ্গে নিয়ে এদিন শহর দাপিয়ে বেড়ান বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার প্রথমেই নিজের ক্লাবে গিয়ে উদ্যোক্তাদের সাথে রঙ মেখে বসন্ত উৎসব পালন করেন সুকান্ত। যে মঞ্চে হাজির ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু সহ বিজেপির আরো দুই বিধায়ক। সেখান থেকেই শহরের বেশকিছু ক্লাব প্রাঙ্গণে অভিনেত্রীকে সঙ্গে নিয়ে ছুটে যান সুকান্ত। যে মঞ্চ থেকে সুকান্তর হয়ে ভোট ভিক্ষেও চাইতে দেখা গেছে অভিনেত্রী অঞ্জনা বসুকে। যদিও সুকান্ত এদিনের মঞ্চ থেকে বসন্ত উৎসবের সকলকে শুভেচ্ছা জানিয়ে বিরোধীদের বোমা, বারুদ, গুলি নিয়ে না খেলে রঙ খেলবার বার্তা দিয়েছেন।