বালুরঘাটে প্রথম মনোনয়ন পত্র জমা দিয়ে চমক দিলেন এসইউসিআই প্রার্থী বীরেন মহন্ত । কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতিই থাকছে প্রচারের মূল ইস্যু বললেন প্রার্থী ।
প্রথমেই মনোনয়ন পত্র জমা দিয়ে চমক বালুরঘাট লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী বীরেন মহন্তের। রাজ্যের শাসক এবং প্রধান বিরোধী দলকে পেছনে ফেলে বৃহস্পতিবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন এসইউসিআই প্রার্থী। প্রথম দিনের মনোনয়নকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল এলাকায়। এদিন একটি মিছিল করে প্রার্থী বীরেন মহন্ত প্রশাসনিক ভবনে পৌঁছান। যেখানে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধেই তাদের মূল লড়াই। এছাড়াও শিক্ষা ব্যবস্থার উন্নতি, বেকার সমস্যা, ও কৃষক বঞ্চনার বিভিন্ন বিষয় থাকছে তাঁদের নির্বাচনী প্রচারের মূল ইস্যু ।