তৃণমূলের ফ্ল্যাগ ফেসটুন ছেঁড়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা বালুরঘাটের ৮ নম্বর ওয়ার্ডে

0
146

তৃণমূলের ফ্ল্যাগ ফেসটুন ছেঁড়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা বালুরঘাটের ৮ নম্বর ওয়ার্ডে । ভয় পেয়েই বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে দাবী ওয়ার্ড কাউন্সিলরের ।

রাতের অন্ধকারে তৃণমূলের ফ্ল্যাগ ফেসটুন ছেঁড়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা । বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর এলাকায় । দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন এলাকার তৃণমূল কাউন্সিলর । জানাযায়, লোকসভা নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকে ৮ নম্বর ওয়ার্ড সহ শহরের বেশকিছু ওয়ার্ডে প্রচার কর্মসূচী নেয় তৃণমূল । যে হিসাবেই বুধবার রাতে ওই ওয়ার্ডটি কার্যত ফ্ল্যাগ ফেসটুনে মুড়ে ফেলেছিল তৃণমূল নেতৃত্বরা । কিন্তু সাত সকালে তার অধিকাংশ ফ্ল্যাগ ফেসটুন ছিঁড়ে ফেলাকে ঘিরেই উত্তেজনা ছড়ায় মঙ্গলপুর এলাকায় । ঘটনার পরেই এলাকায় ছুটে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছেন এলাকার কাউন্সিলর সুরোজিৎ সাহা । পাশাপাশি এই নিয়ে থানায় একটি লিখিত অভিযোগও করা হচ্ছে বলে জানিয়েছেন ওই কাউন্সিলর । তবে এই ঘটনার পেছনে বিরোধী দলের দুষ্কৃতীদের যোগসাজশ রয়েছে এমনি অভিযোগ তুলেছেন ওই কাউন্সিলর । সুরজিৎ সাহা বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে । নির্বাচনী লড়াইয়ে বিরোধীরা যে ভয় পেয়েছে এই নিকৃষ্টতম ঘটনা তারই প্রমান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here