শিলিগুড়ি:-
রবিবার সকালে শিলিগুড়ি তিন বাত্তি মোর এলাকায় এক পথ দুরঘটনায় প্রাণ হারালেন কৃষ্ণ চন্দ্র মন্ডল নামে দক্ষিণ ভারতনাগরে বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কৃষ্ণচন্দ্র মন্ডল তার বাইক নিয়ে যখন তিন বাত্তি মোড় থেকে এনজিপির দিকে যাচ্ছিলেন সেই সময় পেছনদিকে একটি ফুল পাঞ্জাব গাড়ি,তার বাইকে ধাক্কা মারলে তিনি বাইক থেকে পড়ে যান এবং ফুল পাঞ্জাব গাড়ির পেছন চাক তার ওপর দিয়ে চলে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এরপর এলাকার মানুষ এনজেপি থানায় খবর দিলে এনজেপি থানার পুলিশ এসে দেহটি সেখান থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।