জেলা সাব-ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সম্মান জ্ঞাপন এর পাশাপাশি মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়

0
699

গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, ১লা জুলাই; করোনা আতঙ্কের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সঠিক খবর সমাজের মানুষজনদের মধ্যে পৌঁছে দিতে তৎপর থাকা জেলা সাব-ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সম্মান জ্ঞাপন এর পাশাপাশি মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয় রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা তরফে। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা সংলগ্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সাব-ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশন ক্লাবের সভাপতি-সম্পাদকের হাতে পুষ্পস্তবক ও মানপত্রটি তুলে দেন রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠনের কর্মকর্তারা। এদিন সেখানে জেলা সাব-ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্য ও রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমন সংবর্ধনা পেয়ে কাজ করতে আরও অনেক বেশি উৎসাহিত হবেন বলে জানিয়েছেন রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা।


বেশ কয়েক মাস আগে থেকে চারদিকে করোনা আতঙ্কে ভুক্তভোগী মানুষজন। করোনার জেরে মানুষের মনে আতঙ্কের দাগ কেটেছে প্রথম থেকেই, ফলে সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে লকডাউন পিরিয়ড শুরু করা হয়েছিল। সরকারের তরফে করোনা মোকাবেলায় একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছে জেলায় জেলায়। ডাক্তার ও পুলিশের মতো সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে করোনা আতঙ্কের মধ্যে সঠিক খবর তুলে ধরেছে সমাজের মানুষজনের মধ্যে।
করোনা আতঙ্কের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সঠিক খবর পরিবেশন করার জন্য জেলা সাব-ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনকে সম্মান জ্ঞাপন সহ মানপত্র তুলে দেন রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠন। বুধবার গঙ্গারামপুর থানা সংলগ্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠনের কর্মকর্তারা সাব ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সম্মান জ্ঞাপন এর পাশাপাশি তাদের হাতে পুষ্পস্তবক ও মানপত্র তুলে দেন। এদিনের এই সাংবাদিকদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাব ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি চয়ন হোর, বিশিষ্ট সাংবাদিক তথা সাব ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক শীতল চক্রবর্তী, সহ-সভাপতি নারায়ন বসাক, কোষাধক্ষ্য অমল দাস, অফিস সম্পাদক বাবাই সূত্রধর, কালচারাল সম্পাদক বিপ্লব হালদার,এছাড়াও রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠনের সভাপতি সুব্রত মুখার্জী,সম্পাদক সুদীপ গাঙ্গুলী,সদস্য ইন্দ্রানী সেন,রাজু চৌধুরী,দেবু বাচ্ছি,অনিমেষ সাহা,পলাশ দে ,সুদীপ্তা সিংহ রায়,মিঠুন রায়,বরেন্দ্র নারায়ণ রায়,প্রদীপ চক্রবর্তী সহ আরো অনেকেই।
এ বিষয়ে রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠনের সভাপতি সুব্রত মুখার্জি ও সম্পাদক সুদীপ গাঙ্গুলী জানিয়েছেন, করোনা আতঙ্কের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকেরা সমাজের মধ্যে খবর পরিবেশন করেছেন সেদিকে নজর রেখে গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সম্মান জ্ঞাপন মানপত্র তুলে দেওয়া হল।
জেলা সাব-ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি চয়ন হোর ও বিশিষ্ট সাংবাদিক তথা সাংবাদিক সংগঠনের সম্পাদক শীতল চক্রবর্তী জানিয়েছেন, করোনা হোক বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ সমাজের মধ্যে সঠিক খবর তুলে ধরায় সাংবাদিকদের প্রধান কর্তব্য, আমরা শুধু নিজেদের কর্তব্য পালন করে চলেছি। রোটারী ক্লাব অব গঙ্গারামপুর শাখা সংগঠন যেভাবে জেলা সাব ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশন কে সম্মান জ্ঞাপন ও মানপত্র তুলে দিলেন তাতে আমরা নিজেদের কাজে আরো বেশি করে উৎসাহিত হবো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here