জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের

0
217

তপনের লস্করহাটে পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। সোমবার সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের ৯নং আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাট এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তপন থানার আইসি এবং তপন ব্লকের যুগ্ন বিডিও। অবরোধকারী বাসিন্দাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানোর আশ্বাস দেওয়া হলে দুইঘন্টা পর অবরোধ তুলে নেন অবরোধকারী বাসিন্দারা।
জানা যায় এদিন লস্করহাট সংলগ্ন বোরডাঙ্গা, নিমগাছি-মাঝিপাড়া, দৌড়গঞ্জ গ্রামের মহিলারা লস্করহাটে তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ গ্রামের সব নলকূপ খারাপ হয়ে রয়েছে। খরার এই মরসুমে চরম পর্যায়ে পৌঁছায় জল কষ্ট। পঞ্চায়েত, ব্লক সহ বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন রাজ্য সড়ক অবরোধ করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here