মালদা:-
মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহী দুই যুবকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার পীরগঞ্জ বটতলিা স্ট্যান্ডে। জানা গেছে, যাত্রী বোঝাই ম্যাক্সির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ। তার ফলে ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইক আরোহী সেখ জামিদুল এবং সেখ সাজুল নামে দুই যুবক। তাদের বাড়ি পুখুরিয়া থানার মহারাজপুর অঞ্চলের গোকুলনগর গ্রামে। ঘটনার পরপরই ঘাতক ম্যাক্সি ফেলে চালক চম্পট দেয়। পরে পুখুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ফলে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।