ডক্টর ডে তে ডাক্তারদের সন্মান জানালেন পুলিশ প্রশাসন।

0
599

গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর,১লা জুলাই:.ডক্টর ডে তে ডাক্তারদের সন্মান জানালেন পুলিশ প্রশাসন।বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আইসি পুষ্পস্তবক ও মিষ্টি মুখ করিয়ে সন্মান জানান হাসপাতালের সুপার সহ অন্যান্য ডাক্তারদের।পুলিশ ডাক্তারদের সন্মান জানানোই খুশি ডাক্তারেরা।
গত কয়েক্ মাস ধরে দেশ জুড়ে চলছে করোনা আতঙ্ক।করোনা পজেটিভ এসেছে বহু মানুষের ।করোনা আতঙ্ক শুরু থেকেই রুগীদের পরিষেবা দিতে অন্যান্য ব্যাধির রুগীদের পাশাপাশি করোনা পজেটিভ রুগীদেরও দিন রাত এক করে তাদের সেবায় নিয়েজিত হয়ে আছেন ডাক্তার বাবুরা।ডাক্তার ও পুলিশেরা যেন করোনা যুদ্ধের ঢাল হয়ে মানুষের সেবা করছেন।ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে কথা ভেবে রাজ্য সরকারের তরফে ১লা জুলাই ডক্টর দে ঘোষণা করা হয়েছে।এই ডক্টর দে তে ডাক্তারদের প্রতি সন্মান জানাতে বুধবার গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সহ অন্যান্য ডাক্তারদের পুষ্পস্তবক ও মিষ্টি মুখ করিয়ে তাদের সন্মান জ্ঞাপন করেন।
এবিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,ডক্টর দে তে ডাক্তারদের প্রতি সম্মান জানানোর জন্যই আমরা হাসপাতালে এসেছিলাম ।
পুলিশ প্রশাসন ডাক্তারদের সন্মান জানানোই খুশি ডাক্তারেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here