ঈদ উপলক্ষে বাজারে উঠেছে বিভিন্ন ধরনের সেমাই ল্যাচা

0
193

মালদা, ৫ এপ্রিল,
পবিত্র রমজান মাস উপলক্ষে ঈদ মোবারক হতে চলেছে আগামীতে । হাতে গোনা আর রয়েছে কয়েকটা বাকি দিন , আর তারি উপলক্ষে বাজারে উঠেছে বিভিন্ন ধরনের সেমাই ল্যচা। মালদা জেলার বিভিন্ন বাজারে সেমাই ও ল্যাচা বিক্রেতারা সাজিয়ে বসিয়েছেন দোকান । সেমাই ও ল্যাচা এক ব্যবসায়ী গোলাম হুসেন জানান যে গেল বছরের তুলনায় এ বছর ব্যবসা ভালো নয় । কারণ বেচা কিনা সেরকম নেই বল্লেই চলে । ল্যাচা ও সেমাই ব্যবসায় গোলাম হুসেনের কাছে থেকে জানাযায় এবছরে ল্যাচা ও সেমাই নিয়ে আসে : ভাগলপুরের ল্যাচা ও সিমাই দাম রয়েছে ১৩০ টাকা কিলো , রায়গঞ্জের এর ল্যাচা রয়েছে ১২০ টাকা কিলো , কালিয়াচকের ল্যাচা দাম রয়েছে ১৬০ টাকা কিলো । আগামী দিনের ভালো বেচাকেনা হবে বলে আশায় রয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here