হাতির হানা অব্যাহত মাদারিহাট ব্লকে। গতকাল রাত দুটো নাগাদ জলদাপাড়া জঙ্গল থেকে বুনো হাতির দল পশ্চিম মাদারিহাট এলাকায় প্রবেশ করে। হাতির দল এলাকার কৃষক আলিমুল হক এর তিন বিঘা ধানের ক্ষেত নষ্ট করে দেয়। এছাড়া মহ: ইসমাইলের দেড় বিঘা ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়।
মাঝে মধ্যেই বুনো হাতির দল মাদারিহাটের বিভিন্ন এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। সম্প্রতি মেঘনাৎ সাহা নগড় এলাকায় প্রবেশ করে বেশ কয়েকটি ঘড় ক্ষতিগ্ৰস্থ করেছে।