জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকার 31 নং জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম জলাউদ্দিন আনসারী। তিনি কালচিনি ব্লকের ডিমা বিচ লাইন এলাকার বাসিন্দা ছিলেন। এদিন মোটরসাইকেলে করে তিনি মেন্দাবাড়ি এলাকায় কাজে গিয়েছিলেন, উক্ত সময় অসমগামী একটি ছোট গাড়ি তার মোটরসাইকেলকে সোজারে ধাক্কা মেরে দেয়। এই ঘটনায় জলাউদ্দিন আনসারী সড়কে ছিটকে পড়ে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় কালচিনি থানার নিমতি আউটপোস্টের পুলিশ। পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীন হাসপাতালে পাঠায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে...