রায়গঞ্জ,২ জুলাই: করোনা আবহে মৃতা মায়ের শ্রাদ্ধে ভোজনানুষ্ঠান সম্ভব হয়নি, তাই আত্মীয় পরিজন ও পাড়া প্রতিবেশীদের মাঝে নিজের স্বর্গীয় মায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে প্রকৃতিকে বাঁচানোর অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জের বাসিন্দা সদ্য মাতৃহারা রঞ্জন সরকার। মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে ভোজের ব্যাবস্থা না করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারন মানুষের মধ্যে সচেতনতা ও সবুজায়নের লক্ষ্যে এলাকার দুস্থ মানুষ ও পাড়া প্রতিবেশীদের মধ্যে ফলের চারাগাছ, মাস্ক, স্যানিটাইজার ও মিষ্টির প্যাকেট বিলি করলেন। রায়গঞ্জ শহরের শিল্পীনগর এলাকার বাসিন্দা রঞ্জন বাবুর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে আত্মীয় পরিজন সকলেই।
গত কয়েকদিন আগে রায়গঞ্জ শহরের শিল্পীনগর এলাকার বাসিন্দা রঞ্জন সরকারের মা প্রয়াত হয়েছেন। সামাজিক রীতিনীতি মেনে ঘরোয়াভাবে বাড়িতে মায়ের আত্মার শান্তি কামনায় আদ্যশ্রাদ্ধ করলেও শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে ভোজের আয়োজন না করে এই করোনা আবহে সমাজের মানুষের কাছে একটা অন্য বার্তা দিতে চেয়েছেন তিনি। রঞ্জন বাবু বলেন, মানুষের কাছে গাছের মূল্য যে অপরিসীম তা মাকে কাঠের চিতায় তুলতে গিয়েই অনুভব করেন তিনি। তখনই সিদ্ধান্ত নেন মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে ভোজের ব্যাবস্থা না করে এলাকার দুস্থ মানুষ ও আত্মীয় পরিজনদের হাতে তুলে দেবেন চারাগাছ। সেই ভাবনা থেকেই বৃহস্পতিবার রঞ্জন বাবু তার নিজের বাড়িতে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে প্রায় সাড়ে তিনশো মানুষের হাতে বিভিন্ন ফলের চারাগাছ ও মিষ্টির প্যাকেট তুলে দেন। এর পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতনতার বার্তা দিতে তাদের হাতে তুলে দেন মাস্ক, স্যানিটাইজারও। রঞ্জন বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।